নামঃ Ahaab Amin

গল্পঃ ছোট বেলায় স্কুলে যাওয়ার সময় বাবা ২টাকা করে দিতেন। যা দিয়ে আইসক্রিম, ঝালমুড়ি, আচার, চকলেট কিনে খেতাম। এইভাবে কিছুদিন বাইরের খাবার খাওয়ার পরে আমার পেট ব্যাথা শুরু হলে হঠাৎ একদিন মা আমার জন্য একটা পুতুল আকৃত্রির মাটির ব্যাংক নিয়ে এসে বললো আজ থেকে এইটা তোমার। আমি তো অবাক আমার? আমিতো কিছুই বুঝতে পারছিলাম না। মা বললো যখন এই ব্যাংকে তুমি টাকা জমাবে এবং ব্যাংক টা টাকায় ভরে যাবে তখন এইখানে অনেক টাকা হবে সেই টাকা দিয়ে বড় কিছু কিনতে ইচ্ছা করলে তুমি সেটা কিনতে পারবে যেমন ক্যারাম, সাইকেল কিংবা রিমোর্ট কার অথবা অন্যকিছু তখন তুমি নিজেই নিজের টাকা দিয়ে কিনতে পারবে। আমিতো মায়ের কথা শুনে মহা খুশি। সেদিন থেকেই শুরু হলো আমার জীবনে সঞ্চয়ের সূচনা। যতদূর মনে পরে আমার মায়ের দেয়া প্রথম ব্যাংকের জমানো টাকা থেকে প্রাপ্ত দিয়ে একটা সাইকেল কিনেছিলাম। এইভাবে স্কুল জীবনেই আমার ব্যাক্তিগত সঞ্চয়ের টাকা দিয়ে কম্পিউটার কিনেছিলাম। আজ বড় হয়েছি চাকরি করছি। নিজের আয়ের অর্থ থেকে আজও মায়ের সেই দেখানো ও শিখানো সঞ্চয়ের প্রথাটি ধারণ করে চলি।

Share