নামঃ Sharmin Sultana
গল্পঃ একবার আম্মু আমার জন্য একটা মাটির ব্যাংক কিনে এনে বলেন ঐ ব্যাংকে প্রতিদিন আমরা কিছু টাকা জমাবো আর এর জন্মদিনে ঐ ব্যাংকে যা জমবে তা দিয়ে আম্মু আমাকে একটা কার্টুনওয়ালা স্কুল ব্যাগ ও দোতলা পেন্সিল বক্স কিনে দিবেন। এরকম ব্যাগ আর পেন্সিল বক্স তখন শুধু ক্লাসের ২-১ টা বাচ্চার কাছেই থাকতো, এগুলো আমাদের মত মধ্যবিত্তদের জন্য ফ্যান্সিই ছিল। এরপর থেকে আমি প্রতিদিন টিফিন থেকে ১ টাকা করে বাঁচিয়ে মাটির ব্যাংকে ফেলতাম। আব্বু আর মা-ও মাঝে মাঝে কিছু টাকা মাটির ব্যাংকে ফেলতেন ।আমার জন্মদিন এর আগের দিন মা ব্যাংকটা ভেঙে ফেলেন, ৭৮৭ টাকা জমেছিল। পরদিনই মা আমাকে একটা স্কুল ব্যাগ আর পেন্সিল বক্স কিনে দিন। তখনকার দিনে দুটো মিলে ৮৫০ টাকা নিয়েছিল।সে সময় আব্বুর বেতন ছিল ৮০০০ এর মত। তাই এতো দামি জিনিস আমাদের স্বপ্নেই থাকতো। এজন্য প্রথমবারের মতো এরকম কিছু পেয়ে আমি অনেক খুশি ছিলাম। এরপর থেকে আমি সব সময় মাটির ব্যাংকে টাকা জমাতাম।