নামঃ Tanvir Ahmed
গল্পঃ আমাদের ছিল ১৩ সদস্যের যৌথ পরিবার।এত বড় পরিবারে আমার মা শুধু কাজের বদলে খাদ্যই পেত,কিন্তু তার কোন শখ আহ্লাদ পূরন করার সুযোগ ছিল না। যখন একটু বড় হলাম মায়ের এই কষ্ট দেখে মনটা খুব খারাপ হত। মা বলত, তুই ঠিক মত পড়াশোনা করে বড় চাকরি করিস,তখন আমার শখ পূর্ণ করিস। এরপর থেকে মায়ের জন্য হলেও পড়াশোনাটা ঠিকভাবে করলাম আর পড়ার খরচ ও টিউশনির পাওয়া টাকা থেকেই মায়ের জন্য একটু করে টাকা জমাতে লাগলাম। শিক্ষাজীবন শেষে মায়ের জন্য জমানো টাকা দিয়ে একটা শাড়ি কিনলাম। মা তখন খুব কাঁদল। দোয়া করে বলল, তোর যেন বড় একটা চাকরি হয়। আলহামদুলিল্লাহ মায়ের দোয়ায় এখন আমি ব্যাংকার। এখন থেকে মায়ের যেকোনো শখ আমি পূর্ণ করতে পারি। ছোটবেলায় মায়ের কষ্ট করার স্মৃতিই আমার সঞ্চয়ের মূল প্রেরণা। এখন আমি আমার সন্তানের ভবিষ্যতের জন্য সঞ্চয় করি, মা আমাকে সেটায় উৎসাহ দেয়।