নামঃ Nabihath karim
গল্পঃ মা, আমাদের জীবনের প্রথম শিক্ষক, আমাদের পথিকৃৎ। আমার মা পেশায় একজন শিক্ষক এবং ব্যবসায়ি, কাজেই মা টাকা পয়সা সঞ্চয় করার ব্যাপারটা ভালো বোঝেন।আমি যখন ছোট ছিলাম তখন মা আমাকে উনার সাথে বাজারে নিয়ে যেতেন। বাজার করা দেখে আমি টাকার হিসাব বুঝতাম। তারপর, হঠাৎ একদিন মা আমাকে একটা টাকা জমানোর ব্যাংক কিনে দিলেন। সেই ব্যাংকটিতে আমি প্রায় ৮ বছর টাকা জমিয়েছি। এখনো মা কিছু টাকা জমিয়ে রাখেন যাতে বিপদের সময় কাজে লাগে। মা'র এই অভ্যাস আমার দারুন লাগে।আমার মা আমার অনুপ্রেরণা।আমি মাকে দেখে উৎসাহিত হই। এই মানুষটা না আমি কোনদিন টাকার হিসাব এবং প্রয়োজনীয়তা বুঝতে পারতাম না। টাকা সঞ্চয় করা শেখানোর জন্য তোমায় অনেক ধন্যবাদ মা।