নামঃ Md Sohel Rana

গল্পঃ আমার মা আশ্রাফণ নেছা ছিলেন অক্ষরজ্ঞানহীন, তবু তিনিই আমাকে অর্থের মূল্য শিখিয়েছেন। সীমান্তের গ্রামে বড় হওয়া আমাদের সংসারে প্রতিদিন ছিল সংগ্রাম। মা বাজার ফেরার পথে একটা পুঁতির থলে নিয়ে ফিরতেন, যেটা ওনার "ব্যাংক" ছিল। নতুন কাপড় না কিনে, নিজের জন্য কিছু না রেখে, কয়েন জমাতেন ভবিষ্যতের জন্য। স্কুল ফিস, বাবার ওষুধ, হঠাৎ কোনো বিপদ—সেই থলেই থাকত সমাধান। মা বলতেন, "টাকা থাকলে ওড়াবি না, টান পড়লে কাঁদবি না।" আজ আমি আয় করি, হিসেব করি, আর মায়ের সেই কথা মনে পড়ে। মা কেবল টাকা জমাননি, শিক্ষা আর ভালোবাসাও জমিয়েছেন। তিনিই আমার প্রথম ব্যাংক, সুদহীন, নিঃস্বার্থ আর অনন্ত ভালোবাসায় ভরা।

Share