নামঃ Md Raihan uddin

গল্পঃ প্রিয় আম্মু... মা-ই আমাদের ছায়া; তাকে ঘিরে যত মায়া, মায়ের সাথে-ই মধুর সব স্মৃতি, আর মাকে নিয়ে-ই তো আমাদের যতো স্বপ্ন। মা যেখানে-ই থাকুন, চোখ বন্ধ করলেই যেন দেখতে পাই পরম মমতাময়ীর মুখ-খানি! পড়াশোনার পাশাপাশি একটা মার্কেটিং জব করতাম ফুফাতো ভাইয়ের বিজনেস। মার্কেটিং কাজের জন্য অনেক সময় রাতে ফিরতে দেরি হয়ে যেত রাত ৩/৪ টা হয়ে যেত। তখনও দেখতাম আম্মু অধীর আগ্রহে অপেক্ষা করতো দরজার পাশে বসে বসে আমি কবে ফিরবো এ-ই আশায়! বড় ভাইয়ার ক্ষেত্রে-ও এমন হতো। জব থেকে ভাইয়া বাড়িতে আসবে বললে। আমি যখন ফিরে এসে দেখতাম, আম্মু না ঘুমিয়ে, খাওয়া দাওয়া না করে বসে বকা দিতাম। কেন বসে আছেন এ-ই বলে! হয়তো এগুলো-ই, সন্তানদের প্রতি মায়েদের অব্যক্ত ভালবাসার বহিঃপ্রকাশ। মা দিবসে আমার চাওয়া, হাজার বছর বেচে থাকুক মায়েরা সন্তানদের পরম যত্নে আর ভালবাসায়। সকল মমতাময়ী মা'কে জানায় বিনম্র শ্রদ্ধা এবং অফুরন্ত ভালবাসা 🖤 ইতি তোমার ছোট ছেলে রায়হান

Share